তুলসী গাছে বীজ,গাছ,পাতা,বাকল,শেকড় এগুলো সব ই অতি প্রয়োজনীয়। তুলসীর বিভিন্ন ঔষধি গুন ও উপকারিতা রয়েছে।ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দিজ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কীটের দংশন, কানব্যথা, ব্রংকাইটিস, আমাশয় ও অজীর্ণে তুলসী দিয়ে তৈরি ওষুধ বিশেষভাবে কার্যকর।
তুলসী গুড়ার (Basil powder) উপকারিতাঃ
১.ঠান্ডা-কাশিতে তুলসী জাদুকরি সমাধান। ঠান্ডা-কাশি বৃদ্ধি পেলে তুলসী পাতা বা গুঁড়া আদার রসের সাথে মিশিয়ে খেলে ঠান্ডা কাশি দূর হয়।
২. ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হৃদ যন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধিতে ও তুলসী দারুন উপকারি।
৩.তুলসী তকের বিভিন্ন সমস্যার সমাধান করে।
৪. চুলের যত্নে ও তুলসী ব্যবহার করা যায়।
তুলসীর আরো অনেক ঔষধি গুনাবলি রয়েছে।
ব্যবহারবিধিঃ
- ১ চা চামুচ তুলসী গুড়া (Basil powder) হাফ কাপ পানিতে ভিজিয়ে রেখে মধু মিশিয়ে সেবন করা উত্তম। তবে গরম পানিতে অথবা তুলসী চা বানিয়ে সেবন করা যায়।
- চুলের যত্নে তুলসী পাতা, আমলকি, কারি পাতা, মেহেদি, মেথি এবং শিকাকাই গুড়া ইত্যাদি একত্রে মিশে পেস্ট করে চুলে ব্যবহার করলে চুলের খুশকি দূর করে, চুল কালো হয় এবং চুল পড়া বন্ধ হয়।
Reviews
There are no reviews yet.